বেনাপোলে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ২৪তম হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বেনাপোল মাহবুবা হক এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা প্রতিযোগিতা অংশ নেওয়া ৪০ জন প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি হাফেজ খলিলুর রহমানের সভাপতিত্বে ও আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমরান হুসাইনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, মাহবুবা হক এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা কামরুজ্জামান, হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
/ মোজাহো