কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হযরতপুর ইউনিয়নের ইটাভাড়া ব্রীজের কাছে কদমতলী সড়কে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কদমতলী সড়কে একটি মোটরসাইকেল ও সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

নিহতদের মধ্যে এক ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাহের আলীর চাচা আসলাম (৫০)। দুর্ঘটনার কারন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

/ সামি

Total Page Visits: 351 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares