ইবিতে অদম্য ৩১এর ব্যাচ ডে পালিত

ভালবাসার টানে, ভ্রাতৃত্বের বন্ধনে, আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে তৃতীয় বষপূর্তিতে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা করেছে ২০১৬- ১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা।

ব্যাচ ডে শব্দটি সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অতি পরিচিত একটি শব্দ। দিনটি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দিনটিতে মেতে উঠে আনন্দ, উচ্ছাস, হৈ-হুল্লোড়ে। সবার গায়ে ধবধবে সাদা টি- শার্ট, হাতে মার্কার কলম। যার যা ইচ্ছা লিখছে বন্ধুদের পড়া টি-শার্টে।

কেউ বা হাতে ঢোল নিয়ে বাজাতে বাজাতে নাচছে। কেউ আবার রং ছিটানোতে ব্যস্ত। ক্যাম্পাসে একসাথে আড্ডা, দৌড়াদৌড়ি, ক্লাস, প্রেজেন্টেশন, পরীক্ষা এভাবেই কাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিনগুলি। দেখতে দেখতে যেন পেড়িয়ে গেল তিনটি বছর।

নানা আয়োজনের মোধ্য দিয়ে ঠিক তেমনি ব্যাচ ডেতে আনন্দ, উচ্ছাস, হৈ-হুল্লোড়ে মেতে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অদম্য ৩১ নামের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টায় আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা বের করে তারা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে পরিষ্কার পরিছন্ন অভিযান চালায় এবং পরিষ্কার পরিছন্নের শপথ করেছেন তারা। তারপর কেঁক কাটে তারা। তারা কেঁক না খেয়ে রিকশাচালক, দোকানদার, মিসকিনদের খাওয়ায়।

মধ্যাহ্ন ভোজের পর আলোচনাসভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. রবিউল ইসলাম এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Total Page Visits: 366 - Today Page Visits: 1

ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

RAKIB HOSEN Contact number: +8801732852519 E-mail: rakibhosen242@gmail.com Father’s Name : Abdul Hamid Mother’s Name : Rafiza khatun Present Address : Sheikhpara, Shailakupa, Jhenaidah Per Addres : Village: Jafarpur, PO:Tarali, P/S: Kaliganj, District: Satkhira Date of Birth : 3 April 2001. Blood Group : A+ (ve)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *