তালায় কপোতাক্ষ নদে ক্রসড্যাম স্থাপন দাবী পানি কমিটির

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের উপর ক্রসড্যাম স্থাপন’র দাবী পানি কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২৭ জানুয়ারী) বেলা ১১ টায় তালা উপজেলা পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা পানি কমিটির সভাপতি, এম. ময়নুল ইসলাম বলেন, কপোতাক্ষ নদীর সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত। এ অববাহিকায় বিগত দিনে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়।

পুনরায় যাতে কপোতাক্ষ অববাহিতায় জলাবদ্ধতার সৃষ্টি না হয় এবং লক্ষ লক্ষ মানুষদের যাতে আক্রান্ত হয়ে দূর্বিসহ জীবন-যাপন করতে না হয় সেজন্য অতি দ্রুত ক্রসড্যাম নির্মাণ’র দাবী জানাচ্ছি।

তিনি বলেন, কপোতা নদের নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে বর্তমান সরকার ‘কপোতা নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়)’ বাস্তবায়নের মাধ্যমে পাখিমারা বিলে ২০১৫ সালে টিআরএম বাস্তবায়ন এবং ২০১৭ সালে নদী খনন কার্যক্রম সম্পন্ন করে।

প্রকল্পের নিয়মানুযায়ী খননকৃত নদী রক্ষায় প্রতি বছর টিআরএম এর উজানমুখে শুষ্ক মৌসুমের শুরুতে ক্রসড্যাম নির্মাণ ও যথাসময়ে তা’ অপসারণ করার কথা। কারন, সারা বৎসরের ৮০ ভাগ পলি এই মৌসুমেই নদীতে অবক্ষেপিত হয়ে নদী ভরাট হয়ে যায়।

তিনি বলেন, টিআরএম বিলের কপোতাক্ষ নদীর উজানে ক্রসড্যাম দেওয়ার মূল উদ্দেশ্য হলো খননকৃত নদী যাতে আবার পলি পড়ে ভরাট না হয় এবং সমস্ত পলি যাতে টিআরএম প্রকল্পভুক্ত বিলে অবক্ষেপিত হতে পারে। কিন্তু বিগত বছরগুলোতে বিলম্বে ক্রসড্যাম নির্মিত হওয়ায় পলি নদী বক্ষে জমে যায় এবং নদীর এক-তৃতীয়াংশ ভরাট হয়ে যায়। চলতি বছরে যথাসময় ক্রসড্যাম কার্যক্রম গৃহীত না হওয়ায় এবছর নদীর ৫০ ভাগ ভরাট হয়ে যাবে। যে কারনে, আগামী বর্ষা মৌসুমে এলাকা ফের জলাবদ্ধতায় আক্রান্ত হবে বলে আশংকা দেখা যাচ্ছে।

টিআরএম’র সুফল ধরে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র আন্তরিকতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে- জানিয়ে বীর মুক্তিযোদ্ধা এম. মইনুল ইসলাম বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ক্রসড্যাম নির্মাণ কাজ সমাপ্ত করতে হবে এবং আগামীতে নদী রক্ষায় প্রতি বছর ডিসেম্বর মাসের মধ্যে অবশ্যই ক্রসড্যাম নির্মাণ করতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন’র জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

/ জহাসা

Total Page Visits: 367 - Today Page Visits: 1

তালা (সাতক্ষীরা) করেসপনডেন্ট

Jhour Hasan Sagor Mob: 01717-810659 Father: Jabbar Sardar Mother: Rashida Begum DOB: 7 Nov 1990 Blood Group: A+ NID: 19908719031000126 Vill: Hazarakati, PS: Tala, Dist: Satkhira HSC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares