বেনাপোল চেকপোস্টে এম্পোরিয়াম ডিউটি ফ্রি শপের উদ্বোধন
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টসম ইমিগ্রেশন ভবনে এম্পোরিয়াম ডিউটি ফ্রি শপের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ফিতা কেটে ডিউটি ফ্রি শপের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামূল ইসলাম, বেনাপোল বন্দর উপ পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, ডেপুটি কমিশনার পারভেজ রেজা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ডিউটি ফ্রি শপের ব্যবস্থাপনা পরিচালক আলোক কুমার দাস, জেনারেল ম্যানেজার পারভেজ আলম, বেনাপোল শাখার ম্যানেজার মাহফুজ হাসান প্রমুখ।
এম্পোরিয়াম ডিউটি ফ্রি শপের ব্যবস্থাপনা পরিচালক আলোক কুমার দাস বলেন, পূর্বে শপটি ইমিগ্রেশন ভবনের পিছনে ছিল। আগমনী পাসপোর্টযাত্রীরা এই শপ থেকে তাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করতো। এখন শপটি মূল ভবনের মধ্যভাগে স্থানান্তরিত করা হয়েছে এবং দু‘দিকেই দরজা রাখা হয়েছে। ফলে আগমন এবং বহির্গমন পাসপোর্টযাত্রীরা দু‘দিকে তাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন।
/ মোজাহো