তালার খলিষখালী শৈব্য বালিকা বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যাক্ত করায় চিরঞ্জিৎ কে ১ বছর কারাদন্ড

সাতক্ষীরার তালার উপজেলার খলিষখালী শৈব্য বালিকা বিদ্যালয়ের ৪জন ছাত্রীকে উত্ত্যাক্ত করায় চিরঞ্জিৎ দে (২১) নামের এক বখাটে যুবক’র ১বছর কারাদন্ড হয়েছে।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন’র ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বখাটে খলিষখালী গ্রামের শংকর দে’র ছেলে। সূত্রে জানা গেছে, বখাটে যুবক চিরঞ্জিৎ দে প্রায়ই স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের উত্ত্যাক্ত করতো।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় খলিষখালী শৈব্য বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ৪জন ছাত্রী বিদ্যালয়ে আসছিল। এসময় লম্পট চিরঞ্জিৎ তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীদের জোর পূর্বক বাড়ির মধ্যে নিয়ে যৌন উত্ত্যাক্ত করে।

এসময় ছাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে পৌছে লম্পট চিরঞ্জিৎকে আটক করে এবং ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।

পরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শত শত জনগনের উপস্থিতিতে চিরঞ্জিৎকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

এব্যপারে পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দন্ডপ্রাপ্ত বখাটেকে সাতক্ষীরা জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

/ জহাসা

Total Page Visits: 309 - Today Page Visits: 1

তালা (সাতক্ষীরা) করেসপনডেন্ট

Jhour Hasan Sagor Mob: 01717-810659 Father: Jabbar Sardar Mother: Rashida Begum DOB: 7 Nov 1990 Blood Group: A+ NID: 19908719031000126 Vill: Hazarakati, PS: Tala, Dist: Satkhira HSC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares