রাজনীতিশিক্ষাঙ্গনসর্বশেষসব খবর

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন ইবির বঙ্গবন্ধু পরিষদ

ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এছাড়াও কুষ্টিয়া জেলা ও ঝিনাইদহ জেলা শাখার কমিটির নেতারাও শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় অবস্থিত সমাধিতে গিয়ে এ শ্রদ্ধাঞ্জলি জানায় সংঠনটি।

এসময় তারা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সেখানে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শামসুল ইসলাম জোহা, আব্দুর রশিদ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড আনোয়ারুল হক স্বপন, মীর মোর্শেদুর রহমান শ কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক আমানুর রহমান সহ প্রায় দুই শতাদিক শিক্ষক কর্মকর্তা।

ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

RAKIB HOSEN Contact number: +8801732852519 E-mail: rakibhosen242@gmail.com Father’s Name : Abdul Hamid Mother’s Name : Rafiza khatun Present Address : Sheikhpara, Shailakupa, Jhenaidah Per Addres : Village: Jafarpur, PO:Tarali, P/S: Kaliganj, District: Satkhira Date of Birth : 3 April 2001. Blood Group : A+ (ve)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *