দেশব্যাপীসব খবর

তালায় দিন দুপরে ১০ ভরি স্বর্ণের গহনা লুট

সাতক্ষীরার তালায় দিন দুপরে থানার আধা কি:মি মধ্যে মাষ্টার পাড়া নামক এলাকা হতে ১০ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে চোর চক্র । ঘটনাটি ঘটেছে বৃহ:বার সকাল আনুমানিক ১১টার দিকে।

বাড়ির মালিক অবসর প্রাপ্ত শিক্ষক শান্তি চক্রবর্ত্তী জানান,আমার স্ত্রী ও মেয়ে সকালে ডাক্তার দেখাতে যায় আমিও স্বরস্বর্তী পূজা করতে পাশের স্কুলে যায় ।

হঠাৎ করে বাড়ি ফিরে এসে দেখি আমার বাড়ির রান্নাঘরের জানালা ভেঙ্গে চোর প্রবেশ করে ঘরে রাখা আমার ৭ ভরি স্বর্ণের গহনা ও ছোট ভাইয়ের রেখে যাওয়া ৩ ভরি স্বর্ণেও গহনা লুট করে নিয়ে গেছে চোর চক্র । আমি সাথে পুলিশকে খবর দেই।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান,খবর পাওয়া মাত্র আমি,পুলিশ পরিদর্শক(তদন্ত) শেখ সেকেন্দার আলী,এএসআই নেওয়াজ,মদন মোহন সহ এক দল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছি । অতিদ্রুত চোরচক্রটি ধরা আশ্বাস প্রদান করছি।

/ জইসা

তালা (সাতক্ষীরা) করেসপনডেন্ট

Jhour Hasan Sagor Mob: 01717-810659 Father: Jabbar Sardar Mother: Rashida Begum DOB: 7 Nov 1990 Blood Group: A+ NID: 19908719031000126 Vill: Hazarakati, PS: Tala, Dist: Satkhira HSC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *