জীবনশৈলীদেশব্যাপীসব খবরসর্বশেষ

মুজিব জন্ম শতবার্ষিকীতে বেনাপোলে শীতবস্ত্র বিতরন

‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বেনাপোলে অসহায় গরীব, দুঃস্থ, শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন রেহেনা ট্রেডার্সের নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।

শনিবার দুপুরে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাহাদুরপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রেহেনা ট্রেডার্সের সত্বাধিকারী নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলামের সহধর্মণী রেহেনা বেগম, ছেলে শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, ইউপি সদস্য ইউনুচ আলী, আব্দুর রফিক, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামলীগের সহ-সভাপতি কেরামত আলীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক মুকুল বলেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম আমাদের অহসহায় মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন। আমরা তার পথ অনুসরন করে আজ আমার পরিবার আমাদের প্রতিষ্ঠান থেকে বাহাদুরপুর ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন। ভবিষ্যাতেও আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাব।
৭০ বছরের সখিনা বেগম বলেন, আমি শীতে রাতে ঘুমাতে পারি না। অভাব অনটনের সংসারে শীতের কাপড় নেই। চোখে মুখে হাসির ছাপ নিয়ে এই বৃদ্ধা কম্বল পেয়ে খুশি বলে জানায়।

আব্দুল বছির মিয়া বলেন, অভাবের তাড়নায় আমি ছেলে মেয়েদের শীতের কাপড় কিনে দিতে পারি না। রাতে নিজেসহ পরিবারের সকলে শীতের যন্ত্রনায় ঘুমাতে পারি না। এ খবর নজরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা বেগম পেয়ে আমাকে দুটি কম্বল দিয়েছেন।

/ মোজাহো

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *