কাল ইবিতে আসছেন এমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন- ২০২০ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
কাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।
এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মােঃ হারুন- উর- রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাে-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তােহা ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্যে রাখবেন এবং হাজারও স্বপ্ন পূরনের আশায় আসা নবীন শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বসিত অনূভূতি ব্যাক্ত করবেন।