ইবিতে পরিবহনের সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা
পরিবহন ব্যবস্থায় গতিশীলতা ও সমস্যা সমাধানের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্মুক্ত আলােচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয শাখা ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ানের আয়েজনে বেলা ১২ টায় ডায়না চত্ত্বরে এটি অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার জামাল হােসেন। এদিকে উন্মুক্ত আলােচনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ ছিলেননা। এজন্য সাধারণ শক্ষিার্থীরা ও ছাত্র মৈত্রী ইউনিয়ান তীব্র নিন্দা।
উন্মুক্ত আলােচনায় শিক্ষার্থীরা ফিটনেস বিহীন গাড়ী, অদক্ষ চালক, পরিবহন সংকট, চালকদের দুব্যাবহার রুটম্যাপ না থাকাসহ বিভিন্ন বিষয়ে অভিযােগ তুলে ধরেন।
উপ রেজিস্টার জামাল হােসেন বলেন, কয়েকদিনের মােধ্যে ফিটনেস বিহীন গাড়ী, অদক্ষ চালক এটার সমাধান করা হবে এবং অন্য সমস্যাগুলাে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে সমাধান করার চেষ্টা করব।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাছিম বিল্লাহ পাপ্পু, সভাপতি শামিমুল ইসলাম সুমন, আখতার হােসেন আজাদ ও ছাত্র ইউনিয়নের সভাপতি জিকে সাদিক সহ দুই সংগঠনের অন্যন্য নেতা কর্মীরা।