করোনাভাইরাস : বেনাপোল চেকপোস্টে যাত্রীর পাশাপাশি ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার আওতায়

‘করোনা ভাইরাস’ প্রতিরোধে এবার পাসপোর্টযাত্রীদের পাশাপাশি এবার ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।

বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের মূল ফটকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। চেকপোষ্ট ইমিগ্রেশনের মেডিকেল টিমের স্বাস্থ্য উপ-সহকারী ডাক্তার আাব্দুল মজিদ ও সহকর্মীরা হ্যান্ড থার্মালস্ক্যানার নিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ করছেন। বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (প্রশাসন) মামুন কবির তরফদার ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন। গত ১৭ জানুয়ারি থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আসা দেশি বিদেশী পাসপোর্টযাত্রীদের ‘করোনাভাইরাস’ প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসা শত শত ট্রাক চালক ও হেলপারদের কোন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল না।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা যদি শুধু ভারত থেকে আগত পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে শত ভাগ পরীক্ষা করা হবে না। কারন আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালক ও হেলপাররাও ‘করোনাভাইরাসের’ জীবানু বহন করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। সে লক্ষে আমরা বন্দর থেকে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশের প্রবেশদ্বার দুটি গেটে মেডিকেল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। এসময় তিনি চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ উদ্দিনকেও যারা গেট পাশে উভয় দেশে আসা যাওয়া করে তাদেরও পরীক্ষার জন্য মেডিকেল টিমের কাছে পাঠানোর কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক রুহুল আমিন, আতিকুর রহমান, ট্রাফিক পরিদর্শক ফিদা হোসেন, আব্দুল কাদের প্রমুখ।

এ ব্যাপারে ডাক্তার আব্দুল মুজিদ বলেন, এটা একটি ভালো পরিকল্পনা। শুধু বিদেশ থেকে পাসপোর্ট যাত্রী এ পথে আসে না। বিদেশ থেকে ভারতীয় গাড়ির লোকজন পাসপোর্ট ভিসা বাদে গেট পাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের মাধ্যমেও ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকতেই পারে। এ ক্ষেত্রে মেডিকেল টিমের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

/ মোজাহো

Total Page Visits: 316 - Today Page Visits: 1

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares