শার্শা থানা হবে শিশু বান্ধব থানা
’মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান সামনে রেখে শার্শা থানা শিশু বান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে যশোরের শার্শা থানায় ফিতা কেটে ও স্থানীয় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে শুভ উদ্ভোধন করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আতাউর রহমান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন, শিশু বান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষে শার্শা থানার পক্ষ থেকে আমরা এ আয়োজন করেছি। তিনি বলেন, একজন শিশু থানায় আসলে সে যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। অনেক সময় অনেক ঘটনার শিকার হয়ে শিশু ভিকটিম হয়ে থানায় আসে।
এই ভিকটিমের মনে যাতে কোন ভয়ের সৃষ্টি না হয় বা থানা পুলিশ সম্পর্কে কোন নেতিবাচক ধারনা সৃষ্টি না হয় সে লক্ষে শার্শা থানা পুলিশ স্ব-উদ্যেগে এ কর্মসুচির আয়োজন করেছে। এছাড়া অনেক শিশু বাবা মার সাথে থানায় আসে তারাও যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়, তারা পুলিশের সাথে থানায় এসে বন্ধুদের মত আচরন করতে পারে তার জন্য শিশুদের খেলাধুলাসহ নানান ধরনের উপকরন থাকবে থানা চত্বরে।
শিশুরা চকলেট পছন্দ করে তাদের থানার পক্ষ থেকে চকলেট দিয়ে আপন করে বন্ধু সুলভ আচারন করে পুলিশ সম্পর্কে সু-ধারনা দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) মাহদুদ আল ফরিদ ভুইয়া, সেকেন্ড অফিসার এসআই খায়রুল বাশার, এস আই আবুল হাসানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। #
/ মোজাহো