সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সেভ দ্যা টুমোরো ফাউন্ডেশন ইবি শাখা
সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরন করেছে সেভ দ্যা টুমোরো ফাউন্ডেশন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার কুষ্টিয়া গড়াই নদীর পাশে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্য এসব সামগ্রী বিতরণ করেন। এসময় শিশুদের মধ্যে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সেভ দ্যা টুমোরো ফাউন্ডেশনের ইবি শাখার সভাপতি হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক ফেরদৌস সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরনকালে সভাপতির বক্তব্যে হাসানুর রহমান বলেন আজকের শিশু আগামীদিনের কর্ণধার। তাই তাদের কল্যানার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য সেভ দ্যা টুমোরো ফাউন্ডেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা ব্যাপী সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যানার্থে কাজ করে যাচ্ছে। তার ই ধারাবাহিকতায় সেভ দ্যা টুমোরো ফাউন্ডেশন ইবি শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
/ রাহো