ইবিতে সেচ্ছায় রক্তদান সংস্থা ‘রক্তিমার নতুন কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) সেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমার নতুন কমিটি গঠিত হয়েছে।
সংগঠনকে গতিশীল, বেগবান ও সক্রিয় করার লক্ষ্যে আইআইআর এর পরিচালক অধ্যাপক মেহের আলী ও একাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকারিয়া রহমান ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমােদন দিয়েছেন।
কমিটিতে অর্থনীতি বিভাগের ২০৬-১৭ শিক্ষাবর্ষের সাকিব সরােয়ারকে সভাপতি ও গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হােসাইন মােহাম্মাদ আরাফাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ সভাপতি বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মারিয়া খন্দকর, যুগ্ম সাধারণ সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের
সাকিব ফারজি দায়িত্ব পেয়েছে। আগামী একমাসের মােধ্য পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, নিরাপদ হােক রক্তদান, আমার রক্তে বাচুক প্রাণ, স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে। সংগঠনটির মূল লক্ষ্য অসুস্থ ও অসহায় ব্যক্তিদের রক্ত দিয়ে সহায়তা করা। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সেচ্ছাসেবকরা অসুস্থ ও অসহায় ব্যাক্তিদের রক্ত দান করে আশছে।