বাগেরহাট সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
বাগেরহাট সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফরেন্সের মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসকের সাম্মেলন কক্ষের সাথে সংযুক্ত হয়ে এই উদ্বোধন ঘোষনা করেন।
এসময় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্তণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পল্লী বিদ্যুতায় বোর্ডের পরিচালক (প্রশিক্ষন) মোঃ শাহ আলম প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রধান মন্ত্রীর পক্ষে বেলুন উড়ান উপমন্ত্রী।
/ এসএমশার