শিক্ষাঙ্গনসব খবরসর্বশেষ

ইবিতে শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপম’র ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপম’র ২৫ তম মৃত্যু মৃত্যুবার্ষিকীতে র‌্যালি, শ্রদ্ধা নিবেদন, নিরাবতা পালন ও আলোচনাসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে ইবি শাখা ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে এক র‌্যালি বের করে তারা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় শাখা ছাত্রমৈত্রীর  সভাপতি আব্দুর রউফ বলেন, ‘শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপম ছিলেন একজন বিপ্লবী ও উদীয়মান ছাত্রনেতা। তিনি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি আরিফুজ্জামান আরিফ এবং শামিমুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ রিপন রায়সহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, দেবাশীষ ভট্টাচার্য রুপম একজন শহীদ ছাত্রনেতা। ১৯৯৩ সালের ১৩ই ফেব্রুয়ারি ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা দেবাশীষ ভট্টাচার্য রুপম সহ বন্ধুরা রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বিনোদপুর এলাকায় পৌছালে প্রায় ১৫ জন সশস্ত্র শিবির ক্যাডার বাস টিকে থামিয়ে ভেতরে ঢুকে অর্ধ শতাধিক যাত্রীর উপস্থিতিতে চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে রুপমকে উপর্যুপরি আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

RAKIB HOSEN Contact number: +8801732852519 E-mail: rakibhosen242@gmail.com Father’s Name : Abdul Hamid Mother’s Name : Rafiza khatun Present Address : Sheikhpara, Shailakupa, Jhenaidah Per Addres : Village: Jafarpur, PO:Tarali, P/S: Kaliganj, District: Satkhira Date of Birth : 3 April 2001. Blood Group : A+ (ve)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *