বাগেরহাটে কৃষিবিদ দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের রেলরোড এলাকা থেকে একটি ব্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রঘুনাথ করের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএফএম শফিকুজ্জোহা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু সাঈদ ও ড, এমডি সাহাবুদ্দিন, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: জাকির হোসেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত প্রমুখ।

বক্তারা বলেন, সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রæয়ারী কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন।

বর্তমান সরকারের সহযোগীতা এবং কৃষিবিদদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ কৃষি ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করেছে।

/এসএমশার

Total Page Visits: 312 - Today Page Visits: 1

বাগেরহাট ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

S M Shamsur Rahman Bagerhat District Correspondance 01718455026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares