বেনাপোলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে ওমর ফারুক মাসুদ নামে তিন বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে হৃদয় বিদারক এই দুর্ঘটনাটি ঘটে। ওমর ফারুক মাসুদ ওই গ্রামের মজনু হোসেনের ছেলে।
শিশুর পিতা মজনু হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে মাসুদ তার মায়ের অগোচরে বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার এক পর্যায়ে পাশের ডুবাতে পড়ে ডুবে যায়।
অনেক খোঁজাখুজির পর তার মৃতদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে মাঝে। বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/ মোজাহো
Total Page Visits: 326 - Today Page Visits: 1