সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার তালায় ইজিবাইকের ধাক্কায় মোহনা পাল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজার সংলগ্ন দক্ষিণ পাড়া জামে মসজিদ এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহনা পাল উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে ও শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, স্কুল ছুটির পর মোহনা বাড়ি ফিরছিলো। পথিমধ্যে শ্রীমন্তকাটি নতুন বাজার সংলগ্ন দক্ষিণ পাড়া জামে মসজিদ এর সামনে পৌছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মূলত রাস্তার উপর কাঠ মজুদ করে রাখার কারণে ঘটনাস্থলের সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এর কারণে যে কোন যানবাহন চলাচল করতে অসুবিধা হয়। আজকের দুর্ঘটনাও সংকীর্ণ রাস্তার করণে হতে পারে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/ এমডিআআ