দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

তুচ্ছ ঘটনায় বেনাপোল বন্দরে শ্রমিক- আনসার সংঘর্ষ, দাবি মানা না হলে বেনাপোল বন্দরের লোড আনলোড বন্ধ করার হুমকি শ্রমিকদের

বেনাপোল স্থল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সাথে বন্দরের অভ্যন্তরে বিড়ি খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

অপরদিকে শ্রমিকরা আনছার ক্যাম্পে ইট পাটকেল ছুড়েছে এমন অভিযোগও উঠেছে। এতে আনসার সদস্যদের রাইফেলের আঘাতে ৫ জন লেবার শ্রমিক আহত হয় বলে শ্রমিকরা দাবি করেছে। বাদল নামে একজন শ্রমিককে আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার ঘটনাস্থলে উপস্থিত হলে লেবার শ্রমিকেরা আনসার সদস্যের প্রধান (পিসি) এসএম সাকিবুজ্জামান শাকিবকে প্রত্যাহারের দাবি জানান। তাকে প্রত্যাহারের আশ্বাসের ভিত্তিতে লেবার শ্রমিকরা কাজে ফিরে যান।

এই ঘটনার জের ধরে বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মালামাল লোড-আনলোড দুই ঘণ্টা বন্ধ ছিল। শ্রমিকদের আরেকটি অংশ যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে, পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আনসার ক্যাম্পের আশপাশে।

মঙ্গলবার বিকেল ৫টার সময় শ্রমিকরা হ্যান্ডলিং শ্রমিক অফিসের ও বন্দরের ৫নং গেটের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে আনসার সদস্যদের বদলী, শাস্তি এবং বন্দরের কাছে বকেয়া পাওনা টাকা দ্রæত সমাধান না করলে বন্দরে পণ্য লোড আনলোড বন্ধের হুমকি দেয় বন্দর শ্রমিকরা।

বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৮৯১) সভাপতি কলিম উদ্দিন মোল্যা বলেন, বিনা কারনে বাদল নামে এক শ্রমিকের গায়ে আনসার সদস্যরা হাত তুলেছে। তাকে এমন ভাবে মারধর করা হয়েছে সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যদি এর সঠিক বিচার না হয় এবং বন্দর কর্তৃপক্ষ তাদের ১৬ মাসের প্রায় ৩ কোটি টাকা মজুরি বিল পরিশোধ না করে তাহলে বন্দরের লোড আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

বেনাপোল বন্দরে কর্মরত আনসার এর প্লাটুন কমান্ডার সাকিবুজ্জামান সাকিব বলেন, বেনাপোল বন্দরে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য শেডে রাখা হয়। এখানে এর আগেও কয়েকবার আগুনে পুড়ে এসব পণ্য পুড়ে ছাই হয়েছে। মারাতœক ভাবে আমদানিকারক ও দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। শ্রমিকরা ৪০ নং শেডে ধুমপান করছিল। তাদের ধুমপান করতে নিষেধ করা হয়। এসময় একজন শ্রমিক অকথ্য ভাষায় গালাগালি করে আনসার সদস্যদের। এরপর উভয় পক্ষ উত্তেজিত হয়ে হাতাহাতি হয়। শ্রমিকদের একজন নেতা ক্যাম্পে এসে মিমাংসার আশ্বাস দেওয়ার কিছু সময় পর তারা দল বল নিয়ে আনসার ক্যাম্পে এসে ইট নিক্ষেপ করে। আমরা বিষয়টি আমাদের উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৮৯১) সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে লাঞ্চ করার সময় হঠাৎ আনসার সদস্যরা এসে বাদল নামে এক শ্রমিক সদস্যকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এর প্রতিবাদ করলে আনসারের পিসি আমাদের শ্রমিক বাদলের মাথায় রাইফেলের বাট দিয়ে আঘাত করে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকের উপর হামলার আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পোর্ট থানার ওসির আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আবারও আন্দোলন করতে বাধ্য হবো।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনসার এবং লেবারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। বিষয়টি জানার সাথে সাথে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের সাথে কথা বলে এবং সুষ্ঠু তদন্ত করা হবে এরকম আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা রাস্তা অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, উভয় পক্ষের সাথে বসে বিষয়টির নিম্পত্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/ মোজাহো

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *