বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি নির্বাচনী সাধারন সভা ও দোয়া অনুষ্ঠান
যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচনী সাধারন সভা ও দোয়া অনুষ্ঠান বুধবার সকালে সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেনাপোল সাধারণ সম্পাদক জিএম আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি মশিউর রহমান, নুরুজ্জামান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক একেএম আতিকুজ্জামান সনি, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজজামান অহিদ, সমিতির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, মাখন, রবিউল ইসলাম রবি, এমএ মুন্নাফ।
সংগঠনের প্রয়াত কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন নেদু ও সদস্য নজরুল ইসলামের পরিবারকে এক লাখ টাকা করে মরনত্তোর অনুদানের চেক প্রদান করা হয়। পরিবারের পক্ষ থেকে তাদের সন্তান বিপ্লব হোসেন ও রাজু আহমেদ মিন্নু চেক ২টি গ্রহন করে।এর আগে সমিতির পক্ষ থেকে দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল মাহবুবা হক এতিম খানার খতিব ও ইমাম হাফেজ মোঃ খলিলুর রহমান।
সভায় সমিতির দীর্ঘ ১১টি বছরের আয়-ব্যয়ের হিসাব, নতুন সদস্য নিয়োগ ও আগামী সাধারন নির্বাচন অনুষ্ঠানের বিষয়াদি আলোচনা করা হয়।
/ মোজাহো