দেশব্যাপীসব খবর

নবীগঞ্জে সিএনজি- মাইক্রোবাস মুখামুখি সংঘর্ষে : নিহত-১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথিমধ্যে সিএনজি ও মাইক্রোবাস মূখমোখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানাযায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মছব্বির মিয়া তার স্ত্রী ও মেয়ের জামাইকে নিয়ে শশুবাড়ি কালাভরপুর গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন।

আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে এসে একটি সিএনজি যোগে যাওয়ার পথিমধ্যে রায়পুর নামক স্থানে সিএনজির সাথে একটি মাইক্রোর মূখমোখি সংঘর্ষে সিএনজি সিএনজি ধূমড়ে মুছড়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।

এতে সিএনজিতে থাকা মছব্বির মিয়া স্ত্রী হেলেনা বেগম (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এসময় মছব্বির মিয়া (৬০) এর হাত ও পা ভেঙ্গে যায়। তার মেয়ের জামাই মিনাজ সহ আরো কয়েকজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ দূর্ঘটনায় মৃত্যুর খবরে নিহত ও আহত পরিবারের লোকজনের মধ্যে চলছে শোকের মাতম।

/ মোসেউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *