বাগেরহাটে বুলবুলে ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষক পেল সরকারী সহায়তা
বাগেরহাটের ফকিরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারী সহায়তা প্রদান করা হয়েছে। সকালে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ানে কৃষকদের মাঝে বিনামুল্যে এই বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, কৃষি সম্প্রসারন অফিসার তন্ময় দত্ত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ মন্ডল, সোলাইমান আলী, কৃষক হৃত্বিক দাশ প্রমূখ।

ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের এক হাজার কৃষককে মোট ৫লক্ষ টাকা সহ ২২হাজার ৫২ কেজি বীজ ও ১৪হাজার ৮ কেজি ডিএপি সার এবং ১০হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।
/ এসএমশার