রাজবাড়ীতে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ ২নারী আটক
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ নারীকে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃত দুই নারী হচ্ছেন যশোর জেলার শার্শা থানার বুরুজ বাগান এলাকার মৃত ওয়াজেদ আলী সর্দারের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) এবং একই গ্রামের আ. রহমানের স্ত্রী জহুরা বেগম (৪০)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান (পিপিএম) বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলাদ্বয় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় অবস্থান নেন। শরীরে বিশেষ ধরণের জ্যাকেট জড়িয়ে তার মধ্যে বিশেষ কায়দায় তারা ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল।
সোহাগ পরিবহনের ওই বাসটি সেখানে এসে যানবাহনের সিরিয়ালে আটকা পড়লে ওই দুই মহিলা বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ে করা হয়েছে।