দেশব্যাপীসব খবর

নবীগঞ্জে হর্ণ বাজানোকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও সিএনজি শ্রমিক সংঘর্ষে আহত-৫

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জের ইনাতগঞ্জে হর্ণ বাজানো কে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও সিএনজি শ্রমিককের সংঘর্ষে আহত ৫। শুক্রবার (২৮ ফ্রেবুয়ারী) দুপুরে এই ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানাযায়, সকাল সাড়ে ১১ ঘটিকায় সোহান তার দুলাভাইকে নিয়ে মটর সাইকেল যোগে ইনাতগঞ্জ বাজারে আসেন।

এসময় ইনাতগনজ পূর্ব বাজার সিএনজি (অটোরিক্সা) স্ট্যান্ডে যানজটের সৃষ্টি হয়। এ সময় সোহান মটর সাইকেলের হর্ন বাজালে সিএনজি শ্রমিক ফয়ছল অকথ্য ভাষায় তাকে গালি দেয়। সোহান গালি দেয়ার কারন জানতে চাইলে শ্রমিক ফয়ছল আরো বেপরোয়া হয়ে উঠে। দুজনের মধ্য বাকবিতন্ডা শুরু হলে ৮/ ৯ শ্রমিক ছুটে এসে সোহান ও তার দুলা ভাইর উপর হামলা চালায়।

খবর পেয়ে সোহানের মামা জাহেদসহ অন্যরা ঘটনা স্থলে ছুটে গেলে দু-গ্রুপের সংঘর্ষে সৃষ্টি হয় এতে আহত হলেন সোহান আহমেদ (১৮), আবুল কালাম (২৫), জাহেদ আহমেদ (২৫), বদরুল আলম বধু (৩৫), সয়ফুল আলম (৩০) প্রমুখ। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।

ইনাতগঞ্জ সিএনজি সংগঠনের সভাপতি শিমুল আহমেদ বলেন,আমি ঘটনার সময় এলাকার বাইরে ছিলাম। পরে জেনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এসআই এমরান হোসেন বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

/ মোসেউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *