মুজিববর্ষে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ রুঁখতে ইবিতে মানববন্ধন
বাঙালি মুক্তির সংগ্রামে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভারতের সাপ্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ রুঁখতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করে।
শিক্ষার্থীরা সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে চাই না, মুসলিম হত্যা বন্ধ হোক, গো ব্যাক মোদী, বয়কট মোদী, বঙ্গবন্ধুর মাটিতে মোদির ঠাই নাই, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদীকে চাই না ইত্যাদি ফেস্টুন হাতে মানববন্ধন করে।
মানববন্ধননে বক্তব্য রাখে লোক লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্ষের অর্ণব, আল কুরআন ইসলামিক স্টাডিজ বিভাগের আবদিব মুনির এবং মুতাছিম বিল্লাহ আলিফ।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ভারত আমাদের সাহেয্য করেছে এজন্য আমরা কৃতজ্ঞ। তাই বলে আমরা সব কিছু বিকিয়ে দেয় নি। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক মোদীকে চাইনা। আমাদের মধ্য বিবেধ সৃষ্টি করতে দিবো না। মুসলিম জাতির উপর রক্তপাত ঘটনার নির্দেশতাকে মুসলিম প্রধান বাংলাদেশে চায় না। এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লীতে জ্বলছে আগুন। সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ে সংঘর্ষে। ভারতের দিল্লিতে মুসলমানদের হত্যা-নির্যাতন এবং মসজিদ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সাম্প্রায়িক নরেদ্র মোদীকে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমন্ত্রণ করায় বিক্ষোভ দানা বেধেঁছে সকল সচেতন মহলে।