নবীগঞ্জ হবিগঞ্জে, দিল্লীতে মুসলমানের উপর নির্বিচারে হামলা ও মসজিদে অগ্নিকান্ডের প্রতিবাদে তালামীযের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ভারতের রাজধানী দিল্লীতে মসজিদে মসজিদে অগ্নিকান্ড ও সংখ্যালঘু মুসলমানদের উপর একাধারে নির্যাতন, হামলা, হত্যার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা কর্তৃক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিগত কয়েক দিন ধরে দিল্লীতে চলছে মুসলমানদের উপর পাশবিক নির্যাতন, মসজিদে দেয়া হচ্ছে আগুন। এই দৃশ্যগুলি মিডিয়ায় আসলে ক্ষোভে ফেটে পড়ে মুসলমানরা। ভারতের গন্ডি পেড়িয়ে বাংলাদেশে ক্ষোভে ফেটে পড়েন মুসলিম জনতা।
শনিবার (২৯ ফেব্রুয়ারী) বাদ আসর নবীগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথ সভায় মিলিত হয়। প্রধান অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক ছাত্রনেতা মো. আব্দুল মুহিত রাসেল। এতে তিনি ভারতের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে বলেন, সংখ্যালঘু উপর নির্যাতন অতীতের সকল নির্মমতার রেকর্ড ভেংগে যাচ্ছে। তা দ্রুত বন্ধ করতে হবে। পথসভায় নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. শামসুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহিদ আলম-এর পরিচালনায়, স্বাগত বক্তব্য রাখেন, নবীগনজ উপজেলা সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ নোমান, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখনে, কেন্দ্রীয় আল ইসলাহ’র সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা এম হাসান আলী।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা কাজী মাহবুব অাহমদ, হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ- সভাপতি জালাল উদ্দিন মো. ধন মিয়া, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন এর-সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম চয়ন, নবীগঞ্জ পৌর আল ইসলাহ’র সদস্য সচিব মাওলানা ইব্রাহীম ইউসুফ, নবীগঞ্জ ৯নং ইউনিয়ন সভাপতি মাওলানা মো. আব্দুল লতিফ চৌধুরী নানু, নবীগনজ উপজেলা সাবেক প্রচার সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান সানু, নবীগঞ্জ উপজেলা তালামীযের প্রচার সম্পাদক তালুকদার আবুল হায়াত রুহিন, অফিস সম্পাদক আব্দুল বাছিত, নবীগঞ্জ কলেজ তালামীযের সাধারণ মাহবুব হাসান মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সজল সহ সাংগঠনিক আফজল খান, নবীগঞ্জ উপজেলা সহ-অফিস সম্পাদক সাব্বির, উপজেলা তালামীযের দায়িত্বশীল ফরহাদ রেজা, আবু সুফিয়ান হারুন, শাহ জাহান আহমদ, তাজুল ইসলাম তফন, মো. হারুনুর রশিদ প্রমুখ।
/ মোসেউ