পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচনে ফজলু-সৈকত প্যানেলের জয়
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের দ্বি- বার্ষিকী ২০২০-২০২২ নির্বাচনে ফজলু-সৈকত প্যানেল বিজয়ী হয়েছে।
গতকাল রবিবার উৎসব মুখর পরিবেশে বেলা ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে এবিএম ফজলুর রহমান (সমকাল এবং এনটিভি), সাধারণ সম্পাদক পদে সৈকত আফরোজ আসাদ (সময় টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিনিধি) বিজয় অর্জন করেন।
বিজয়ী প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয় লাভ করেন মির্জা আজাদ (দৈনিক পাবনার আলো) ও শহীদুর রহমান শহীদ (দৈনিক নতুন বিশ্ববার্তা), সহ সম্পাদক পদে তপু আহমেদ (দি ডেইলি স্টার), অর্থ সম্পাদক পদে শুশিল কুমার তরফদার, (বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াদ আলী মৃধা পাভেল (পাবনা নিইজ ২৪.কম), কল্যাণ সম্পাদক পদে সরয়ার উল্লাশ (প্রথম আলো), এবং নির্বাহী সদস্য পদে রবিউল ইসলাম রবি (দৈনিক পাবনা প্রতিনিধি), কৃষ্ণ ভৌমিক (দৈনিক জনকণ্ঠ), ইয়াসিন আলী মৃধা রতন (দৈনিক বিবৃতি), মো: আব্দুর রশীদ (দৈনিক ভোরের ডাক) , আ কা ম মোস্তাফিজুর রহমান চন্দন (দৈনিক বাংলার দূত), এবং জহুরুল ইসলাম (রেডিও টুডে), নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আখতার-কামাল প্যানেল থেকে দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, (দৈনিক ইছামতি ), ক্রীড়া সম্পাদক পদে কলিট তালুকদার (এসএ টিভি) এবং সদস্য পদে মোস্তফা সতেজ, (দৈনিক ইছামতি), নির্বাচিত হয়েছেন।
সর্বাধিক ভোট পান মির্জা আজাদ তার মোট প্রাপ্ত ভোট- ৩৬। পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিকী ২০২০-২০২২ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন এডভোকেট মির্জা আজিজুর রহমান।
/ শেতার