দেশব্যাপীসব খবর

শার্শায় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার সূবর্নখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ সদস্যরা। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার সূবর্ণখালী দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তৌফিকুর রহমান তুষার (২২), একই এলাকার মাহাবুল মোল্লার ছেলে সোহাগ হোসাইন (২১) ও তৌহিদ ফকিরের ছেলে মাসুদ রানা (২৩)।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূবর্নখালীর কুমারঘাটা ছোটকোনা বাওরের পূর্ব পাশের্^ রাস্তার উপর অভিযান চালিয়ে তৌফিকুর রহমান তুষার, সোহাগ হোসাইন ও মাসুদ রানাকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

/ মোজাহো

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *