শার্শায় জাতীয় ভোটার দিবসে স্মার্ট কার্ড প্রদান
‘ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভোটার স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে শার্শা উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। র্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ১৮৮ জনকে স্মার্টকার্ড (জাতীয় পরিচয় পত্র) প্রদান করা হয়।
/ মোজাহো