দেশব্যাপীসব খবর

রায়গঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ বাংলা ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন

রায়গঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ বাংলা ড্রেজার দিয়ে অবাধে চলছে ফসলি জমি থেকে বালু উত্তোলনের কাজ, দেখার যেনো কেউ নেই। আইন আছে তার যথাযথ প্রয়োগ নেই, প্রশাসন আছে তবুও দেখার কেউ নেই। এর মাঝেই জনস্বার্থে করা সরকারের আইন ভাঙ্গার প্রতিযোগিতায় মেতেছেন, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা কমীদের ছত্র ছায়ায় থাকা সুবিধেবাদীরা।

আমসড়া গ্রামে পাশাপাশি দুটি আলাদা যায়গায় মোট ৪একর ফসলী জমিতে নিষিদ্ধ বাংলা ড্রেজার বসিয়ে প্রকাশ্যেই বালু উত্তোলন করছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল ইউপির আমসড়া গ্রামের মৃত মতিউর রহমান আকন্দের ছেলে রাজ্জাক আকন্দ ও আলহাজ্ব আফছার আলীর ছেলে সাইফুল।

সচেতন মহলের দাবী রাজ্জাক ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে এ বালু উত্তোলন কাজ করছে। এভাবে বাংলা ড্রেজার ব্যবহারের ফলে পার্শ্ববর্তী কৃষিজমি সংকটের আশংক্ষা প্রকাশ করেন স্থানীয়রা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলা ড্রেসার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন সংশ্লিষ্ট প্রশাসন।

নিষিদ্ধ বাংলা ড্রেসার ব্যবহার করে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে ধুবিল ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক তার নিজের মেয়ে একজন বিসিএস ক্যাডার দাবি করে গণমাধ্যমকর্মীদের সাথে অর্থ লেনদেনের চেষ্টা করেন।

ধুবিল ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জিহাদুল ইসলাম বলেন, এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবীর কুমার দাস বলেন, আমি আপনাদের মাধ্যমেই বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

/ মোমই

চলনবিল (সিরাজগঞ্জ) করেসপনডেন্ট

Name: Md. Monirul Islam Fathers Name: Md. Nurul Islam Mothers Name: Mst. Monoara Begum Vill: Dhopakandi, PO: Rashidabad, PS: Salanga, Ullahpara, Sirajganj Mobile: 01755766176, 01840024433 Email: journalistmonirule6@gmail.com NID No: 4654756107 DOB: 02/02/1999 Blood Group: O+ Education: Hons 3rd Year Student Daily Khobor, Pabna 1 year Daily Desher Kontho 1 year Daily Bangla Somoy 1 year Channel S Cameraman- 1 year

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *