বেনাপোলে চেকপোষ্টে ভারতীয় গার্মেন্টস সামগ্রী জব্দ
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ভারতীয় গার্মেন্টস সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার বিকেলে ভারত থেকে আসা এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীর কাছ থেকে এ পণ্য জব্দ করা হয়।
চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশী একজন পাসপোর্টযাত্রী ভারত ভ্রমন শেষে ব্যবসার উদ্দ্যেশে বিপুল পরিমান গার্মেন্টস পণ্য সামগ্রী নিয়ে কাস্টমসে প্রবেশ করে।
এ সময় তার ল্যাগেজ খুলে ভারতীয় ওয়ান পিছ ১৮০টি, নাইটি ১০টি, পাঞ্জাবী ২৫ টি, টুপিস ২৪টি, থ্রি-পিস ২২ টি সহ অন্যান্য পণ্যসামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য দুই লাখ টাকা। জব্দকৃত পণ্য সামগ্রী কাস্টমস গুদামে জমা করা হয়েছে বলে জানান তিনি।
/ মোজাহো