এনডিসি প্রতিনিধি দল বেনাপোল কাস্টমস, বন্দর পরিদর্শন
ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ৩০ সদস্যের দেশি বিদেশী একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুরে অভিজ্ঞতা অর্জনে বেনাপোল কাস্টমস. স্থলবন্দর, চেকপোস্ট কাস্টমস ও নো-ম্যান্সল্যান্ড পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রিয়ার এডমিরাল মোঃ শফিউল আজম। প্রতিনিধিদলটি বেনাপোল কাস্টমস হাউজে গেলে সেখানে তাদের স্বাগত জানান কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রতিনিধিদলে ভারত, শ্রীলঙ্কা, মিশর, সংযুক্ত আরব আমিরাতসহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর শিক্ষার্থীরা রয়েছেন।

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলামের সভাপতিত্বে বেনাপোল কাস্টমস ক্লাবে কাস্টম ও বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়ার উপর আলোচনা করা হয়। পরে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টে গেলে বন্দরের বিভিন্ন কার্যক্রম দেখান বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার। এ সময় কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা তাদের সাথে ছিলেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল জানান, বেনাপোল কাস্টম ও বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়া দেখতে ও এ সম্পর্কে ধারনা অর্জনও প্রশিক্ষণের একটি বিষয়। সে কারণে এখানে তারা এসেছেন। বিকেলে প্রতিনিধিদলটি যশোরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
/ মোজাহো