রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য বিএসএফের ৮ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে
সীমান্তে চোরাচালান রোধ, অস্ত্র-বিস্ফোরক, নারী-শিশু পাচার এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার সময় বিএসএফের দক্ষিন বেঙ্গল ফ্রন্টিয়ার আইপিএস আইজি ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বেনাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এ সময় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পর বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয় প্রতিনিধিদলটিকে।
প্রতিনিধিদলের অন্যান্যরা হলেন, ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার স্ত্রী রুসিয়া খোরানিয়া, বিএসএফের উত্তর বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি আ্যাশউইনি কুমার সিং ও তার স্ত্রী মায়া সিং, গোহাটি আইপিএস আইজি পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রন্টিয়ার ডিজি নডল অফিসার জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিন বাংলা ফ্রন্টিয়ার নুডল অফিসার ডিআইজি সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রন্টিয়ার নুডল অফিসার রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার রবি রঞ্জন, এ এইচ সি রাকেশ কুমার রাইনা।
খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন, উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। মূল আলোচনায় থাকবে নারী-শিশু পাচার, মাদক, অস্ত্র-বিস্ফোরকসহ চোরাচালানরোধ সম্পর্কে আলোচনা। ভারতীয় বিএসএফের প্রতিনিধিদল বৃহস্পতিবার যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যাহৃ ভোজ শেষে বৈঠক করবেন।
যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধিদল যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমন শেষে আগামী রবিবার (৮ মার্চ) বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন। #
/ মোজাহো