বেনাপোলে নারী শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নারী শিক্ষার মান উন্নয়নে বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সমাবেশে পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, মায়ের অনুপ্রেরনা পথ দেখায় সন্তানকে। মা-বাবার সঠিক দিকনির্দেশনায় প্রতিষ্ঠা লাভ করে সন্তানের সফলতা। যারা শৈশবেই পিতৃহারা হন, মায়ের মততা আরো বেশী স্পর্শ করে তাদের হৃদয়কে। ছোটবেলা থেকেই মায়ের প্রেরণা, ভালোবাসা, স্নেহ-মমতা এবং আদর্শিক দিক নির্দেশনা বদলে দিতে পারে সন্তানের পথচলাকে। আলাকিত করতে পারে আগামীকে।

তিনি বলেন, আমি স্কুলের খেলাধুলাসহ ভালো পরীক্ষার ফলাফলের জন্য ব্যবস্থা করেছিলাম বই উপহার দেওয়ার। কারন বই বাড়িতে নিলে বাবা মা সকলে পড়ে জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু অনেক অভিভাবক তা সানন্দে গ্রহন করতে চায় না। অনেকের দাবি প্লেট গøাস ইত্যাদি। আসলে বই যে সকল কিছুর উর্ধের পুরস্কার এটা অভিভাবকদের জানতে হবে। আমি মনে করি আমাদের সন্তানদের সুবিধার জন্য আর্থিক দিক সাশ্রয় হওয়ার জন্য মরিয়ম মেমোরিয়াল বিদ্যালয়টিকে কলেজিয়েট স্কুল করতে হবে। সেই চেষ্টা আমি করছি। এর জন্য প্রয়োজন সকল অভিভাবক ও সুধিসসাজের সহযোগিতা।

এ সময় উপস্থিত ছিলেন, মরিয়ম মেমোরিয়াল স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকা খাদিজা বেগম, সূর্যের হাসি ক্লিনিকের ডাক্তার সুমাইয়া বিনতে ইসলাম নাইস, শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার হুমায়রা আশরাফ, বেনাপোল পৌর কাউন্সিলার মিজানুর রহমান, সাবেক মেম্বার সুলতান আহম্মেদ বাবু, বেনাপোল পৌর আওয়ামীলীগ এর সিনিয়র সদস্য মোজাফর হোসেনসহ স্কুলের অভিভাবক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

/ মোজাহো

Total Page Visits: 223 - Today Page Visits: 1

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares