নবীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত ৩ আসামী গ্রেফতার হয়েছে।
গ্রেফতাকৃতরা হলো- ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের মৃত বাতির উল্লার পুত্র আঃ ওয়াব (৩৫) ও একই গ্রামের আজিজুল ইসলামের পুত্র সাদ্দাম মিয়া (৩০), কাকুড়া গ্রামের ছাদিক মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (২৭)। গত শনিবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন এর নেতৃত্বে এসআই এমরান হোসেন ও এসআই রুবেল আহমেদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
/ মোসেউ