রাজবাড়ী থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হতে বিপুল পরিমান ইয়াবা এবং হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (২৭)কে আটক করে। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার চর-ফরিদপুর গ্রামের সেকেন্দার মন্ডলের পুত্র।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন নিমতলা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা মোঃ আজাদ হোসেন(২৭) আটক করে।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০৭০ (এক হাজার সত্তর) পিস ইয়াবা, ১৯ (ঊনিশ) পুরিয়া হেরোইন, মাদক বিক্রিত ছয় হাজার পাঁচ শত টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা, হেরোইন এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
/ আইই