করোনা সচেতনতায় অভিনব প্রচার, কাশীর বারাণসীতে শিবলিঙ্গে পরানো হল মাস্ক
করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের হাত থেকে কাশীর বিশ্বনাথকে ‘বাঁচাতে’ তৎপর পুরোহিতরা। সোমবার বিশ্বনাথ সহ মন্দিরের দেবদেবীদের বিগ্রহের মুখ মাস্ক দিয়ে ঢেকে দেওয়া হল। শুধু তাই নয়, মন্দির কর্তৃপক্ষের নির্দেশ, ভক্তদের পুজো দিতে হবে মাস্ক পরে। ছোঁয়া যাবে না বিগ্রহ বা শিবলিঙ্গ। দূর থেকেই পুজো দিয়ে চলে যেতে হবে।
সংক্রমণের হাত থেকে ভগবানকে বাঁচানোর উদ্যোগ নিয়ে বারাণসীর মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে জানান, ‘আসলে এটা একটা সচেতনতামূলক প্রচার। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সারা দেশে। তাই সংক্রমণ সম্পর্কে ভক্তদের সচেতন করতে বিশ্বনাথ সহ মন্দিরের সব দেবদেবীদের মুখোশ পরিয়ে দিয়েছি। ঠান্ডা পড়লে আমরা যেমন দেবদেবীদের গায়ে চাদর দিই। আবার গরম পড়লে এয়ার কন্ডিশনার চালাই, ঠিক তেমনই করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ রুখতে দেবদেবীদের মুখোশ পরিয়ে দিয়েছি।’
বিগ্রহ স্পর্শ বন্ধ করা প্রসঙ্গে কৃষ্ণ আনন্দ জানিয়েছেন, ‘বহু মানুষ দেবদেবীর মূর্তি স্পর্শ করলে সেখান থেকেও সংক্রমণ অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই ভক্তদের এই অনুরোধ করা হচ্ছে।’
বারাণসীর মতো গোয়ার চার্চগুলিতেও ধর্মীয় আচার-অনুষ্ঠানে রীতিমতো বিধিনিষেধ জারি করা হল। যেমন, হাত মেলানো বা পাদ্রীদের হস্ত চুম্বন ইত্যাদি বিভিন্ন আচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
/ বারাণসী, ১০ মার্চ (পিটিআই)