তালায় করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময়
করোনা ভাইরাস সংক্রমন এর প্রাদুর্ভাব প্রতিরোধে তালায় বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন’র আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
এসময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি মো. ওয়াহিদ মোর্শেদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জেয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, নাগরিক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তালা উপজেলায় করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধে নানান পরিকল্পনা গ্রহন করা হয়।
/ জহাসা