গোয়ালন্দের সেই ওসির ভীন্ন ধর্মীয় উদ্ধোগ… “চলো যাই গাঁয়ের পথে”
চলো যাই গাঁয়ের পথে’ শ্লোগানে প্রত্যন্ত এই ওসি’র কার্যালয়কে নাম দেয়া হয়েছে জনতার দরবার। সেখানে গ্রহণ করা হয় স্থানীয়দের নানা অভিযোগ ও সাধারন ডায়রি। দেয়া হয় বিভিন্ন ধরনের পুলিশী সেবা। ঘরের কাছে পুলিশের এ ধরনের সেবা পেয়ে আনন্দিত এলাকাবাসী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রত্যন্ত এ অঞ্চল থেকে একজন মানুষ থানায় গিয়ে পুলিশী সেবা গ্রহণ করতে গেলে তার অন্তত ২শ টাকা খরচ হয়। এছাড়া পোহাতে হয় নানা ধরনের ঝামেলা। এ সকল ঝামেলা থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।
ইউনিয়নবাসীর সুবিধার্থে ইউনিয়নের মাঝামাঝি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশে এ অস্থায়ী কার্যালয়ের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে। এখন থেকে প্রতি রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে তিনি নিজে উপস্থিত থেকে জনগণকে সেবা প্রদান করবেন বলে তিনি জানান।
/ আই