তালায় মুজিব শততম বর্ষে সরকারী কলেজৈর বেসরকারী (মাষ্টাররোল) কর্মচারীদের মানববন্ধন
সাতক্ষীরা তালায় মুজিব শততম বর্ষে “মুজিব বর্ষে আবেদন,মোদের চাকুরী সরকারী করনের দাবিতে মাননীয় প্রধান মন্ত্রী ,বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে তালা সরকারী কলেজে কর্মরত বেসরকারী (মাষ্টাররোল) কর্মচারীবৃদ্ধ মানববন্ধন করেছেন।
শনিবার (দুপরে) সরকারী কলেজ গেট সংলগ্ন রাস্তার পাশে মানবন্ধনে মাষ্টাররোল কম্পিউটার অপারেটর মো:মুসফিকুর রহমান (মুকুল) সভাপত্বিতে বক্তব্য রাখেন সরকারী কলেজের বেসরকারী কর্মচারী(মাষ্টাররোল) নাজমুন নাহার,পরিমল মন্ডল, রহিমা খাতুন,তৌহিদুর রহমান,শাপলা বেগম,সমীরন সরকার,রমেছা বেগম,দিপ্তী বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রাষের শিক্ষা প্রতিষ্ঠান তালা সরকারী কলেজে দীর্ঘ ৫-১০ বছর যাবৎ বিনা বেতনে বেসরকারী কর্মচারী(মাষ্টাররোল) হিসাবে কাজ করে যাচ্ছি। মুজিব শততম বর্সে মাননীয প্রধানমন্ত্রীর কাছে উপহার সরুপ আমাদের আকুল আবেদন তালা সরকারী কলেজের সকল মাষ্টারোল কর্মচারীদের যেন সরকারী করণ করা হয়।
/ জহাসা