উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে নাগরপুরে মুজিব জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে।

১৭ ই মার্চ ২০২০ মঙ্গলবার সকালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহাম্মেদ শাহীন, যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজ বংশী, মাহফুজ রানা এমবি, শাহিনুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

/ মোজরলু

Total Page Visits: 400 - Today Page Visits: 1

নাগরপুর (টাঙ্গাইল) করেসপনডেন্ট

Md. Jasiur Rahman (Lukon) Father's Name: Late Abdur Rahman Mother's Name: Late Nururunnahar Begum Permanent Address: Vill- Babnapara, Upazila- Nagarpur, Dist-Tangail Mobile:- +880 1766 458 826 E-mail: jasiur007@gmail.com DOB- 17/01/83 NID number: 19839317673000021 Blood Group: (B+) Educational Qualification: B Com Working in a Daily News of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares