যশোরের শার্শা উপজেলার সর্বত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলার সর্বত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনটির উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এসময় রাজনৈতিক নের্তৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনসহ কেক কাটা আলোচনা সভা, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন, প্রতিবন্ধি স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে দুপুরের খাবার ও শিক্ষা উপকরন দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি পরে পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষ রোপন কর্মসুচি ও জমি আছে ঘর নেই কার্যক্রমের সরকারী ভাবে নির্মান করে দেয়া পাকা ঘরের উদ্বোধন করেন।
/ মোজাহো