তালায় করনো ভাইরাস আতংকে চীন ফেরৎ শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টেইনে

সাতক্ষীরার তালায় সম্প্রতি চীন দেশ থেকে বাংলাদেশ ফেরত আসা মেডিকেলের এক শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে। 

প্রকাশ,উপজেলার সদরের আব্দুর রাজ্জাকের পুত্র সাগর(২৬) চীনে মেডিকেল পড়–য়া ছাত্র সম্প্রতি বাড়িতে আসেন। তার পরে হতে স্থানীয় প্রসাশনের নির্দেশে তাকে বাড়ি হতে বাহির না হবার নির্দেশ প্রদান করা হয় ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন,সম্প্রতি চীনে মেডিকেলে কলেজে পড়–য়া একজন ছাত্র তার বাড়ি তালাতে আসেন। তবে তালায় করনো ভাইরাস বিষয়ক কোস প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

করোনার উপসর্গ যেমন; সর্দি-কাশি-জ্বর রয়েছে তার। তাই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাড়ি থেকে বের হলে স্থানীয় প্রসাশন তার প্রতি আইনগত ব্যাবস্থা নেবে বলে জানান তিনি ।এদিকে অন্য একটি সুত্রে জানা যায়, তালা উপজেলায় আরও ২ জনের করনো ভাইরাসের উপসর্গের সন্ধান পাওয়া গোছে।

তাদের মধ্যে সম্প্রতি ইতালি ও আমেরিকা থেকে তার নিজ এলাকা উপজেলায় প্রবেশ করেছেন তাদেও কেউ হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে।

/ জহাসা

Total Page Visits: 273 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares