হবিগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া পুকুর থেকে অনুফা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ।
নিহত গৃহবধূ ওই গ্রামের বিলাল মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে স্থনীয় লোকজন গ্রামের পার্শবর্তী পুকুরে এক গৃহবধূ মৃতদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেন।
পরে ওসি মাসুক আলীর নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় গৃহবধূ শাশুরী কে আটক করে জিজ্ঞেসাবাদ করছে পুলিশ।ও ব্যাপারে ওসি মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।
/ মোসেউ