নাগরপুরে চাল পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে সবাই নিরব
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রশাসনের নিরবতায় চাল ও পেঁয়াজের দাম গত দুই দিনে বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ।
সরেজমিনে সদর বাজারের বিভিন্ন খুচরা ব্যাবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় গত বুধবার পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৩৭-৪০ টাকায় আর চাউল (২৯) ছিল ৩৪-৩৬ টাকা প্রতি কেজি দরে। কিন্তু আজকের বাজারে পেঁয়াজ ৭০-৮০ টাকা কেজি অপর দিকে চাউল ৪০-৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বাজারের খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বল্লে তারা বলেন, ভাই আমাদের কেনা বেশি দামে হলে তো বেশি দামেই বিক্রি করতে হবে। মহাজনরা বলতে পারবেন কেন দুই দিনের মধ্যে দাম ডাবল হল।
দ্রব্য মূল বৃদ্ধির বিষয়ে নাগরপুর সদর বাজারের ক্রেতারা জানালেন চাপা কষ্টের কথা। অভিযোগের স্বরে বলেন, চাল ও পেঁয়াজের দ্বিগুন হলেই কি আর ২ শত গুন হলেই কি? কে দেখবে এ সব? দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে মনে হয় প্রশাসনের কোন কিছুই করার নেই। থাকলেতো অবশ্যই করত।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তবুও কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করছেনা কর্তৃপক্ষ।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি তারিন মাসরুর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তার সাথে মুঠোফোনে কথা বলা সম্ভব হয়নি।
/ মোজরলু