তালার ঠিকাদার’র পরিবার প্রতারকের হুমকিতে আতংকিত
ব্যবসায়ীক কারনে তালার ঠিাকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাকিব কনস্ট্রাকশন’র স্বত্তাধিকার মীর সাকিব রাজশাহী’র সাথে পরিচয় হয় সাতক্ষীরা সদরের মেসার্স অরিন এন্টারপ্রাইজ’র মালিক এম. এম. মজনুর সাথে।
এরপর এম. এম. মজনু কৌশলে সম্পর্ক গড়ে তোলে সাকিব রাজ’র সাথে। কিছুদিন পর সাকিব রাজ’র কাছ থেকে পরিকল্পিত ভাবে একটি চেক হাতিয়ে নেয় এম. এম. মজনু। আর সেই চেককে পুঁজি করে সে এখন মীর সাকিব রাজ’র কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এমনকি, টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানো সহ অপহরন করার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগে বলা হয়েছে। তালার মহল্লাপাড়া গ্রামের মীর রফিকুল ইসলাম’র ছেলে ঠিকাদার মীর সাকিব রাজশাহী সম্প্রতি তালা রিপোর্টার্স ক্লাবে এই অভিযোগ করেন।
ভুক্তভোগী মীর সাকিব রাজ জানান, মেসার্স সাকিব কনস্ট্রাকশন নামে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের ঠিকাদারী কাজের সুবাদে সাতক্ষীরা সদরের মেসার্স অরিন এন্টারপ্রাইজের মালিক এম. এম. মজনুর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে মজনু কৌশলে ঠিাকাদারী ব্যবসা সম্প্রসারনের প্রলোভন দেখিয়ে সাকিব রাজকে আই.সি.টি টেন্ডার কাজের সিডিউল ক্রয়ের জন্য ৩০ হাজার টাকা ধার দেয়। এম. এম. মজনু এসময় সাকিব রাজ’র কাছ থেকে তার প্রতিষ্ঠানের নামীয় সাউথ ইস্ট ব্যাংক লি. সাতক্ষীরা শাখার একাউন্টের একটি ফাকা চেক হাতিয়ে নেয়।
পরবর্তীতে আই.সি.টি’র টেন্ডার কাজ না পাওয়ায় সুদ সহ ৩৫ হাজার টাকা ফেরৎ দিলেও মজনু কৌশলে চেকটি তার কাছে রেখে দেয়। পরবর্তী বিভিন্ন সময়ে সেই চেকটি ফেরৎ চাইলেও নানান তালবাহানা করে প্রতারক মজনু সেই চেকটি সাকিব রাজকে ফেরৎ দেয়নি।
সাকিব রাজ আরো বলেন, সিডি-৩৩১৪৮৮৫ নং চেকটিতে প্রদানকারীর অংশে “নিজ” লেখা ছিল এবং টাকার অংশ ফাকা ছিল। চেকে টাকার পরিমান লেখার অংশ ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে মজনু বিগত কিছুদিন ধরে আরো টাকা দাবী করছে। আর টাকা না দিলে চেকে ৫০ লক্ষ টাকা লিখে আদায় করা, এমকি ঠিকাদার সাকিব রাজ বা তার শিশু ছেলেকে অপহরন করার সহ নানান হুমকি দিচ্ছে।
প্রতারক ব্যবসায়ী এম. এম. মজনুর অপহরন সহ নানান হুমকির মুখে সাকিব রাজ সহ তার পরিবারের সদস্যরা দীর্ঘাদিন ধরে আতংকের মধ্যে রয়েছে। একারনে ভুক্তভোগী সাকিব রাজ সাতক্ষীরা পুলিশ সুপারের আশু সু-দৃষ্টি কামনা করেছেন।
/ জহাসা