সাতক্ষীরায় ৩৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরায় বিদেশ ফেরত-৩৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাতটি উপজেলার মধ্যে সাতক্ষীরা সদরে ৪০ জন, আশাশুনি উপজেলায় ২৮ জন, দেবহাটা ২৫ জন, কালিগঞ্জে ৭০ জন, তালায় ৫৮জন, শ্যামনগরে ৫৪ জন, কলারোয়ায় ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া জেলার শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামের এসএম সুলতান মাহমুদ সুজনকে সদর হাসপাতাল আইসোলেশানে নেয়া হয়েছে আগেই।ইতিমধ্যে হোম কোয়ারেন্টিনে না থেকে ঘুরাঘুরি করার জন্য জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিদেশ ফেরত সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ১ লা মার্চ হতে যতো লোক বিদেশ থেকে সাতক্ষীরায় এসেছে এদের প্রায় ৮০% ভারত থেকে।
জেলা পুলিশ ওই তালিকা অনুযায়ী সার্বিক খোঁজ নিচ্ছেন। বিদেশ ফেরত সবাইকে মনিটর করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, ইতো মধ্যে করোনা ভাইরাসের কারণে সাতক্ষীরার শ্যামনগরের আকাশলীনা, দেবহাটার রূপসী ম্যানগ্রোভসহ সাতক্ষীরা জেলার সকল পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
একই সাথে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণ-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ ও জরুরি সভাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
/ এমডিআআ