তালায় র্যাবের অভিয়ানে ইয়াবা ও গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামে র্যাবের অধিনায়ক(সাতক্ষীরা) মোতাহার হোসেন ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে ৪৭০ পিছ ইয়াবা , ৮৫ গ্রাম গাঁজা,মোবাইল ফোন ও নগদ অর্থ সহ মাদক কারবারী স্বামী -স্ত্রীকে গ্রেফতার করেছেন।
জানাযায়,তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে সোমবার র্যাব-৬ সাতক্ষীরার অধিনায়ক(অতিরিক্ত পুলিশ সুপার) মোতাহার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মৃত.সানাউল্লাহ গাজীর ছেলে সবুজ গাজী (৪২) এর বাড়িতে অভিযান চালিয়ে ৪৭০ পিছ ইয়াবা,৮৫গ্রাম গাঁজা,৩ মোবাইল ফোন ও নগদ অর্থ সহ স্বামী সবুজ গাজী(৪২) ও স্ত্রী জোসনা বেগম(৩২) কে গ্রেফতার করে তালা থানায় হস্তান্তর করেন।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান,গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যার নং ৭/২০ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
/ জহাসা